মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের একদিন আগে ইউরোপ থেকে কেনা ৫টি বিমান পৌঁছেছে ইরানে। রোববার স্থানীয় সময় সকালে মেহরাবাদ বিমানবন্দরে পৌঁছায় বিমানগুলো।
গেলো বছর এপ্রিলে, ফরাসি-ইতালিয়ান যৌথ প্রতিষ্ঠান এটিআরের কাছ থেকে ২০টি বিমান কেনার ব্যপারে চুক্তি হয়। তারই প্রথম দফার বিমান এসে পৌছালো ইরানে।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েক বছর নতুন বিমান ও যন্ত্রাংশ কিনতে পারেনি তেহরান। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সাথে ইরানের চুক্তির পর নিষেধাজ্ঞা শিথিল হয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে দাঁড়ানোয় ইরানের ওপর পূনরায় সোমবার থেকে কার্যকর হবে মার্কিন নিষেধাজ্ঞা।
Leave a reply