বিনা ওয়ারেন্টে নেতাকর্মীদের গ্রেফতার না করতে ডিএমপির প্রতি আহ্বান বিএনপির

|

বিনা ওয়ারেন্টে নেতাকর্মীদের গ্রেফতার না করতে ডিএমপির প্রতি আবারও আহ্বান জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ডিএমপি কমিশনার কার্যালয়ে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে।

বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, সাম্প্রতিক সময় ঢাকায় সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। জামিনে থাকা সত্ত্বেও এই গ্রেফতার কেন তা জানতে চান বিএনপি প্রতিনিধিরা।

তারা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া গণহারে নেতাকর্মীদের গ্রেফতার করা থেকে বিরত থাকেতে ডিএমপির প্রতি আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে রমজান ঘিরে ঢাকা মহানগরের থানায় থানায় বিএনপির ইফতার কর্মসূচিও যেনো নির্বিঘ্নে পালন করা যায় তার সহায়তা চাওয়া হয়েছে বিএনপির তরফ থেকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply