আওয়ামী লীগের কাছে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। গণতন্ত্র রক্ষা করতে নির্দলীয় সরকারের কোনো বিকল্প নেই; এ কথা বলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁতী দলের মানববন্ধনে এসব কথা বলেন তিনি। বলেন, আবারও কারসাজির মাধ্যমে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। শেয়ার মার্কেট ও বিদ্যুৎ খাত থেকে শত শত কোটি টাকা লুটপাট করে যাচ্ছে। দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চলছে। রমজান মাসেও কারসাজি করছে সরকারের লোকজন।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার ভোট চোরের সরকার। বাংলাদেশের মানুষ এখন আর হামলা ও গ্রেফতারের ভয় পায় না।
/এমএন
Leave a reply