বাবা হলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করে তিনি লেখেন, অবশেষে অপেক্ষা ফুরালো, আমার হৃদয়ের রাজকন্যা দুনিয়াতে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আতিফ তার কন্যা সন্তানের নাম রেখেছেন হালিমা আতিফ আসলাম। পোস্টে স্ত্রী সন্তান দুজনেই ভালো আছেন বলে জানান এই গায়ক। শুভাকাঙ্ক্ষিদের কাছে দোয়াও চেয়েছেন আতিফ।
২০১৩ সালে লাহোরের শিক্ষক সারাহ ভারওয়ানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আতিফ। কলেজজীবন থেকে তারা প্রেম করেছেন। তাদের সংসারে দুই পুত্রসন্তানও রয়েছে। এর মধ্যে ২০১৪ সালে প্রথম পুত্র আহাদ ও ২০১৯ সালে দ্বিতীয় পুত্র আরিয়ানের জন্ম হয়।
২০০৫ সালে বলিউডের জনপ্রিয় পরচালক মহেশ ভাটের হাত ধরে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন আতিফ। ‘জ্যাহের’ ছবিতে তার গান ‘ও লামগে ও বাতে’ সাড়া ফেলেছিল সেসময়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই পাকিস্তানি শিল্পীকে। দিয়ে গেছেন একেরপর পর এক হিট গান।
এটিএম/
Leave a reply