বাবু সাহার, লেবানন:
শুরু হয়েছে মুসলিমদের পবিত্র মাস মাহে রমজান। লেবানন প্রবাসী বাংলাদেশি মুসলিমদের শঙ্কা, সিয়াম সাধনার এ মাসও চরম সংকটে কাটবে তাদের। প্রতিদিনই আরও শোচনীয় হচ্ছে দেশটির অর্থনীতি। সময়ের সাথে পাল্লা দিয়ে কমছে প্রবাসীদের আয়ও। বিপরীতে চরম মুদ্রাস্ফীতির কারণে লাগামহীন হয়ে পড়েছে নিত্যপণ্যের দাম। বেচা-বিক্রি কমে যাওয়ায় চরম বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা।
কয়েক বছর আগেও, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো লেবাননেও পবিত্র রমজান মাসে মূল্যছাড়ের প্রতিযোগিতায় নামতো ব্যবসায়ীরা। আর এখন, ছাড় তো দূরের কথা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবকিছুর দাম।
গত কয়েক বছর ধরেই চরম অর্থনৈতিক সংকটে ভুগছে লেবানন। দিনকে দিন পরিস্থিতি আরও শোচনীয় হচ্ছে। স্থানীয় মুদ্রার বিপরীতে ব্যাপক হারে বাড়ছে ডলারের দাম। এমন পরিস্থিতিতে নাভিশ্বাস উঠেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। রমজানে সেহরি ও ইফতারে দু’মুঠো ভালোভাবে খেতে পারবেন কিনা তা নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন তারা।
দেশটির অর্থনৈতিক মন্দায় প্রবাসী তো বটেই, ক্রয় ক্ষমতা কমেছে দেশটির স্থানীয় বাসিন্দাদেরও। ফলে রমজান উপলক্ষে আগের তুলনায় কয়েকগুণ বেচা-বিক্রি কমেছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের।
২০২০ সালে বৈরুত বন্দরে বিস্ফোরণ দিয়েই দুর্দিন শুরু লেবাননে। এরপর করোনা ভাইরাসের প্রকোপ আর সবশেষ রুশ-ইউক্রেন যুদ্ধ। একের পর এক সংকটে চরম মন্দায় ভুগছে লেবানন। অর্ধেকের বেশি বাংলাদেশি এরইমধ্যে দেশে ফিরে এসছে দেশে। এখনও সংকটের সাথে লড়াই করে দেশটিতে টিকে রয়েছে প্রায় ৭০ হাজার বাংলাদেশি।
এসজেড/
Leave a reply