পবিত্র রমজান উপলক্ষে মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর টিআরটি ওয়ার্ল্ড‘র।
বৃহস্পতিবার (২৩ মার্চ) হোয়াইট হাউসের পক্ষ থেকে বাইডেনের বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, চীনে বসবাসকারী উইঘুর, মিয়ানমারের রোহিঙ্গাসহ বিশ্বজুড়ে যে সব জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকার হচ্ছেন, যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক-সিরিয়ার নাগরিক এবং পাকিস্তানের বন্যাদুর্গতদেরও কথাও উল্লেখ রয়েছে প্রেসিডেন্টের বিবৃতিতে।
/এনএএস
Leave a reply