ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটির সাথে বাসের ধাক্কা, নিহত ২

|

ঝাকলাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে যাত্রীবাহী বিআরটিসি বাসের সাথে সড়কের বিদ্যুতের খুঁটির ধাক্কায় সুপারভাইজার ও এক যাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও ১৩ যাত্রী।

শুক্রবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে জেলার রাজাপুর উপজেলার রাজাপুর-ভান্ডারিয়া সড়কের কানুদাসকাঠি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বরিশাল থেকে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পাথরঘাটা যাচ্ছিলো। এসময় রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের খুঁটির তারের সাথে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খুঁটির সাথে সজরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপার সাইজার মেহেদী ও পারভেজ নামের বাসের এক যাত্রী নিহত হয়। দুর্ঘটনায় বাসের ১৩ জন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে রাজাপুর ও ভান্ডরিয়া ফায়ার স্টেশনের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করেন। আহতদের পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply