বাহরাইনে অসুস্থ বাবার বদলে জেল খাটার আবেদন মেয়ের

|

ছবি: সংগৃহীত

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অসুস্থ বাবার বদলে নিজে জেল খাটার আবেদন করেছেন মেয়ে। খবর দ্য গার্ডিয়ান’র।

প্রতিবেদনে বলা হয়, যাবজ্জীবন সাজা পেয়ে ২০১২ সাল থেকে জেলে আটক আছেন বাহরাইনের মানবাধিকারকর্মী আব্দুলহাদি আল-খাজা। তবে এক যুগেরও বেশি সময় জেলে থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

বাবা জেলের ভেতর কষ্ট পেয়ে মারা যাবে সেটি সইতে পারছেন না তার মেয়ে মরিয়ম আল-খাজা। আর তাই বাবার বদলে নিজে জেল খাটার আবেদন জানিয়েছেন তিনি।

মরিয়ম আল-খাজা বলেছেন, আমি জানি না আমার বাবা আর কতদিন বাঁচবেন। আমি প্রতিদিন ভয় নিয়ে বাস করছি। যখনই আমার ফোন বেজে ওঠে তখনই আমি মনে করি কেউ হয়ত বলবে যে আমার বাবা আর নেই।

তিনি আরও বলেন, আমি জানি তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। কিন্তু শাস্তি দিতে তাকে কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না। কফিনে করে আমারা বাবা মুক্তি পাবেন, ওই সময় পর্যন্ত আমি অপেক্ষা করতে পারব না। আমি এটি পারব না।

উল্লেখ্য, সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগে ২০১১ সালে আব্দুলহাদি আল-খাজাকে আটক করা হয়। এরপর ২০১২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বাহরাইন ছাড়াও আব্দুলহাদির ডেনমার্কের নাগরিকত্ব রয়েছে। কিন্তু তা সত্ত্বেও জেল থেকে এখনো এ মানবাধিকারকর্মীকে বের করা যায়নি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply