ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চল। রিও ব্রাংকো শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে স্থানীয় সাতটি নদীর পানি। চরম ঝুঁকিতে প্রায় ৩৬টি এলাকা। রয়টার্সের।
বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে টানা ভারি বৃষ্টি চলছে অঞ্চলটিতে। তলিয়ে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি- স্থাপনা। বাস্তুচ্যুত প্রায় ৬০টি পরিবার।
পানিতে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরী বিভাগ। দুর্গতদের সাহায্যে খোলা হয়েছে নয়টি আশ্রয়কেন্দ্র। আরও কিছুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
এটিএম/
Leave a reply