দাম নিয়ে অনিয়ম পাওয়া গেলে, মার্কেটের ব্যবস্থাপনা কমিটি বাতিল করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (২৫ মার্চ) সকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় বাজার পরিদর্শনকালে এ কথা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, দাম নিয়ে অনিয়মকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ারও সুপারিশ করা হবে।
রমজানে ইফতার ও অন্যান্য খাবারের মান ঠিক রাখতে নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। সকালে নিউমার্কেট এলাকায় তেমন কোনো ব্যত্যয়ের সন্ধান পায়নি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বাজার পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। তারা বলেন, অন্য বছরের মতো এক লাফে দাম বাড়িয়ে মুনাফা করার সুযোগ এবার কম। রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে কর্মকর্তারা এসব কথা বলেন। বাজারে মুদি ও কাঁচাবাজারে ন্যায্য মূল্য তালিকা আছে কিনা, দোকানদারদের পন্য কেনার পাকা রশিদ আছে কিনা তা নিশ্চিত করছে ভোক্তা অধিকার।
/এনএএস
Leave a reply