কর্ণাটকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী রোড শোতে নিরাপত্তাবেষ্টনী ভেঙে গাড়িবহরের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে এক যুবককে। শনিবার (২৫ মার্চ) রাজ্যের দাবাঙ্গেরে এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে আটক করে পুলিশ। খবর এনডিটিভির।
খবরে বলা হয়েছে, বিজেপি-শাসিত ওই রাজ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলো। এর আগে রাজ্যের হুব্বালি জেলায় এমন ঘটনা ঘটেছিল।
As being reported in a section of media, there was no breach in security as such of Hon’ble PM at Davangere today. It was an unsuccessful attempt
He was caught immediately by myself and SPG at a safe distance
Appropriate action is being taken in this regard pic.twitter.com/qsqdoBCszN
— alok kumar (@alokkumar6994) March 25, 2023
কর্ণাটকের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অলোক কুমার টুইটারে ওই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন। তিনি এনডিটিভিকে জানান, নিরাপত্তার কোনও লঙ্ঘন হয়নি। লঙ্ঘনের চেষ্টা করা হয়েছিল। সঙ্গে সঙ্গেই ধরে ফেলেছি। ওই যুবক কপ্পাল জেলার বাসভরাজ কাটাগির বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী মোদিকে দেখতে একটি বাসে করে দাভাঙ্গেরে এসেছিলেন।
এএআর/
Leave a reply