বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন পুতিনের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়: ইইউ

|

বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ এবং ন্যাটো। এ ঘটনাকে রুশ প্রেসিডেন্টের দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে সামরিক জোট ন্যাটো। এদিকে রাশিয়া কিংবা চীন বিশ্বের জন্য হুমকি নয় এমন দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রতিবেশী মিত্রদেশ বেলারুশ কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া, প্রেসিডেন্ট পুতিনের এমন ঘোষণার পর থেকেই তোলপাড় চলছে পশ্চিম এবং ইউরোপের দেশগুলোতে। মস্কোর এমন সিদ্ধান্তের চলছে কঠোর সমালোচনা।

এ ঘটনায় সামরিক জোট ন্যাটো বলছে সতর্ক অবস্থানে রয়েছে তারা। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছে ইইউ।

এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন দায়িত্বজ্ঞানহীন একটি আচরণ। এটি ইউরোপের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি। তবে বেলারুশ চাইলে এখনই বিষয়টি রুখতে পারে। তবে তা নির্ভর করছে দেশটির সরকারের ওপর।

এদিকে পাল্টা হুঁশিয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, বিশ্বের জন্য চীন কিংবা রাশিয়া নয়, হুমকি পশ্চিমা শক্তিগুলোই। এরআগে বেলারুশে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ১০টি যুদ্ধবিমানও মোতায়েন করেছে রাশিয়া। পাঠিয়েছে কয়েকটি ইস্কান্দর মিসাইল ব্যবস্থাও; যা পরমাণু অস্ত্র ছুড়তে ব্যবহার করা যায়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply