‘দলীয় চিকিৎসকদের সুবিধা দিতেই সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসের উদ্যোগ সরকারের’

|

ছবি: বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

দলীয় চিকিৎসকদের অতিরিক্ত সুযোগ-সুবিধা দিতেই সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের উদ্যোগ নিয়েছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে ড্যাবের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই উদ্যোগে রোগীদের কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা।

এ সময় খন্দকার মোশাররফ বলেন, এমনিতে সাধারণ রোগীরা সরকারি হাসপাতালে চিকিৎসা পায় না, এখন আরও পাবে না। শুধু স্বাস্থ্য খাতেই নয়, সব খাতে বিপর্যয় তৈরি করেছে ক্ষমতাসীন দলরা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যেরও দাম বেড়েছে। দুর্নীতি, ব্যাংক লুট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী সিন্ডিকেট।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply