বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে এবার উঠেছে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ। অভিযোগটি দায়ের করেছেন ইন্দোরের হিন্দুরক্ষক সংগঠনের আহ্বায়ক একলব্য সিংহ গৌর। বিজেপি সাংসদ মালিনী গৌরের পুত্র তিনি। তাপসীর খোলামেলা পোশাকের সঙ্গে দেবী লক্ষ্মীর মূর্তি বসানো নেকলেসের সাজ দেখে ঈশ্বরের অবমাননার অভিযোগ এনেছেন একলব্য।
এর আগে, গত ১২ মার্চ মুম্বাইয়ের এক ফ্যাশন শোয়ের র্যাম্পে হেঁটেছিলেন তাপসী। র্যাম্পে হাঁটার সময় তার পরনে ছিল পোশাকশিল্পী মনীষা জয়সিংহের বানানো লাল গাউন, যার সামনের দিকটা ছিল বেশ খোলা। আর গলায় শোভা পাচ্ছিল সোনালি চোকার জাতীয় ভারী নেকলেস। তার মাঝে লকেটের মতো বসানো ছিল লক্ষ্মীদেবীর মূর্তি। আর সেই সাজে ছবিও তোলেন অভিনেত্রী।
সবই ঠিক ছিল। কিন্তু ওই র্যাম্পের ছবি স্যোশাল মিডিয়ায় ছবি পোস্ট করার পর থেকেই শুরু হয় সমালোচনা। সাংসদপুত্র একলব্যর দাবি, সনাতন হিন্দুধর্মের মূলে আঘাত হেনেছেন তাপসী লক্ষ্মীদেবীর লকেট পরে। তার বেশভূষার সঙ্গে এ ধরনের হার পরা ঈশ্বরের অবমাননা ছাড়া আর কিছু নয়।
/এসএইচ
Leave a reply