ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

|

ঈদযাত্রায় রেলের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথমদিনে আজ দেয়া হচ্ছে ১৭ আগস্টের টিকিট।

সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলেও অনেকেই গতরাত থেকে কমলাপুরে আসতে শুরু করেন। সকাল হওয়ার সাথে সাথে কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশীদের লাইনও বাড়তে থাকে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

এবার ঈদে প্রতিদিন প্রায় ৩ লাখের বেশি যাত্রী চলাচলের ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। টিকিট কালোবাজারি ঠেকাতে সার্বক্ষণিক প্রহরা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে রেল কর্তৃপক্ষ। ১৫ আগস্ট থেকে দেয়া হবে রেলের ফিরতি টিকিট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply