স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন না করায় প্রধান শিক্ষককে শোকজ

|

ঝিনাইদহ প্রতিনিধি:

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন না করায় কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। অভিযুক্তদের ৩০ মার্চ শোকজের জবাব দাখিলের জন্য বলা হয়েছে।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশে কালীগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিস গত ২৭ মার্চ উপজেলার সিংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পি আক্তারকে ওই শোকজটি করেন।

উল্লেখ্য, সরকারি নিয়মানুযায়ী সূর্যোদয়ের পরপরই জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সাথে সাথেই পতাকা নামাতে হবে। কিন্তু বিদ্যালয়টিতে ওই নিয়ম না মানাতে অভিযুক্তদের বিরুদ্ধে শোকজ নোটিশ করা হয়েছে।

ঘটনার বিষয়ে এলাকাবাসীরা জানায়, ২৬ মার্চ স্বাধীনতা দিবসেও সিংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন না দেখে তারা বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানায়। এ খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা দুপুর ২টার দিকে ঘটনাস্থলে যায় এবং তার সত্যতাও পায়। এরপর সাংবাদিকদের মাধ্যমেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে শিক্ষা অফিসের।

শোকজ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পি আক্তার জানান, ওইদিন সকালে বিদ্যালয়ে প্রোগ্রাম করেই পতাকা খুলে রেখেছিলাম। নিয়ম কানুন সম্পর্কে আমার তেমন কিছু জানা না থাকাতেই এমনটি হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা (এটিও) মাজেদুল হক শোকজ নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের ৩০ মার্চ শোকজের জবাব দাখিলের জন্য বলা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply