বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

|

বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এর আগে, বৃহস্পতিবার (৩০ মার্চ) আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে আমরা আগের মতোই গভীরভাবে উদ্বিগ্ন। একটি দেশের গণতন্ত্রের জন্য গণমাধ্যমসহ সবার বাক্‌স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে নির্বাচনের মতো বছরে। দায়িত্ব পালনের জন্য কোনো গণমাধ্যমকর্মীকে হুমকি, হেনস্তা, শারীরিকভাবে আক্রমণ বা গ্রেফতার করা উচিত না।

/এসইএচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply