ক্ষমা না চেয়ে উল্টো প্রথম আলো অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ে রিপোর্টের জন্য কাউকে গ্রেফতার করা হয়নি। স্বাধীনতাকে কটাক্ষ ও শিশুকে অপব্যবহারের অভিযোগে শামসুজ্জামান শামসকে গ্রেফতার করা হয়েছে। তথ্যমন্ত্রী আরও বলেন, যে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে।
রাত ৪টায় সাবেক এমপিকে, রাজনীতিবিদকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ড. হাছান মাহমুদ। তিনি বলেন, রাতে গ্রেফতার করার বিধান রয়েছে। সরকার সমালোচনা সহ্য করে, এমনটা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সমালোচনা সহ্য করার সংস্কৃতি চালু করেছেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তাদের ভুল স্বীকার করে পত্রিকায় কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। এবং, এটির জন্য কোনো ক্ষমা প্রার্থনা করেনি। বরং, সংশ্লিষ্ট মিডিয়া হাউজ থেকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে, সাংবাদিকদের প্রতিষ্ঠানে এবং অন্যান্য জায়গায় টেলিফোন করা হয়েছে। দেনদরবার করে বলা হয়েছে যে, বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ে লেখার কারণে তাদের সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: এই মুহূর্তে দেশে আইনের শাসন নেই; ড. মোশাররফের অভিযোগ
/এম ই
Leave a reply