হজ প্যাকেজের মূল্য সহনীয় করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলো হাব

|

বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজের মূল্য সহনীয় করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। রোববার (২ এপ্রিল) সকালে দুই পৃষ্টার আবেদনপত্র প্রধানমন্ত্রীর দফতরে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম।

হাবের দাবি, বর্তমান প্রেক্ষাপটে হজ যাত্রীদের বিমান ভাড়া কিছুটা বেশি। টেকনিক্যাল কমিটি গঠন করে হজযাত্রীদের বিমান ভাড় ঠিক করলে এ সমস্যা হতো না। বরং সবার কাছেই গ্রহণযোগ্য হতো বলে মনে করেন হাব সভাপতি।

হজ প্যাকেজের বাড়তি দামের কারণে বেশ কয়েকবার নিবন্ধনের মেয়াদও বাড়ানো হলেও এখন পর্যন্ত নিবন্ধনের কোটা পূরণ হয়নি। এ অবস্থায় হাব মনে করছে, বিমান ভাড়া সমন্বয় করে প্যাকেজ কিছুটা হলেও কমানো যেতে পারে। সবশেষ চেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে সংগঠনটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply