মৃত্যুদণ্ড বাতিল হচ্ছে মালয়েশিয়ায়

|

মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে রায় দিয়েছে মালয়েশিয়ার পার্লামেন্ট। এই আইন কার্যকর হলে হত্যা ও সন্ত্রাসবাদসহ মোট ১১টি গুরুতর অপরাধে মৃত্যুদণ্ড দেয়ার বৈধতা আর থাকবে না। তবে আদালতের বিবেচনার ভিত্তিতে বিকল্প শাস্তির আইন বহাল থাকবে। সে হিসেবে ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া যাবে আসামিকে। খবর রয়টার্সের।

সোমবার (৩ এপ্রিল) দেশটির উপ-আইনমন্ত্রী পার্লামেন্টের এক ভাষণে বলেন, মৃত্যুদণ্ডের ফলে অপরাধ কমে না। তাই শাস্তি না বাড়িয়ে বরং বিকল্প কিছু ভাবতে হবে।

মৃত্যুদণ্ড বাতিলে দেশটিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল গত বছরের জুনে। গত সপ্তাহে এ সংক্রান্ত দুটি বিল পেশ করা হয় পার্লামেন্টে। এখন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে বিলটি পাশ হলেই কার্যকর হবে আইনটি।

এ রায়ের ফলে প্রায় ১৩০০ এর বেশি মৃত্যুদণ্ড প্রাপ্ত কারাবন্দির ফাঁসির আদেশ পরিবর্তন করা হবে। দেশটিতে ২০১৮ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকরের উপর স্থগিতাদেশ রয়েছে। মালয়েশিয়ার সরকারি তথ্য মতে, ১৯৯২ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশটিতে ১৩০০ এর বেশি ফাঁসি কার্যকর হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply