বঙ্গবাজারে আগুন: ঘটনাস্থলে সেনাবাহিনীর ফায়ার সার্ভিস ইউনিট

|

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুনের ভয়াবহতা সময়ের সাথে সাথে বাড়ছেই। নিয়ন্ত্রণে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৪৩টি ইউনিট। আগুনের তীব্রতা বিবেচনায় ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিমান বাহিনীর দমকল টিম। এবার সেখানে যোগ দিয়েছেন সেনাবাহিনীর ফায়ার সার্ভিস ইউনিটও।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় তারা। এছাড়া ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। হেলিকপ্টার থেকেও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিটের কর্মীরা।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply