বঙ্গবাজারে আগুন: ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফায়ার ফাইটার

|

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নির্বাপনে কাজ করা এক ফায়ার সার্ভিস কর্মী অসুস্থ হয়ে হাসপালালে ভর্তি হয়েছেন। ওই ফায়ার ফাইটারের নাম মেহেদী হাসান (৩৫)। তিনি কল্যাণপুর ফায়ার সার্ভিসে কর্মরত বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনকালে আগুনের ধোঁয়ার তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন মেহেদী হাসান। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন।

প্রসঙ্গত, আজ (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিটের কর্মীরা। অগ্নিকাণ্ডের প্রায় পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply