বঙ্গবাজারে আগুন: হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি

|

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সবগুলো বাহিনীর সদস্যরা। এরই মধ্যে সেখানে কাজ শুরু করেছে বিমানবাহিনীর হেলিকপ্টার। সকাল ৯টার পর থেকে বাহিনীর হেলিকপ্টার দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা গেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস। সকাল ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ৫০টি ইউনিট।

এদিকে, আগুনের ধোঁয়ায় কল্যাণপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মেহেদী হাসান (৩৫) অসুস্থ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

প্রায় ৪ ঘণ্টাব্যাপী চলা আগুন ছড়িয়ে পড়েছে পুরো মার্কেটজুড়ে। এতে ইতোমধ্যে ছাই হয়ে গেছে বঙ্গবাজার মার্কেটের টিনশেডের অংশটি। নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে পাশের আরেকটি মার্কেটেও। এছাড়া মার্কেট সংলগ্ন চারটি ভবনেও আগুন ছড়িয়েছে।

জানা গেছে, ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ, বিমান ও বিজিবির ফায়ার ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, তারা অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছেন মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে এবং ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায় ৬টা ১২ মিনিটে।

প্রসঙ্গত, বঙ্গবাজারে আদর্শ হকার্স মার্কেট, মহানগরী ও বঙ্গ গুলিস্তান নামে তিনটি অংশ রয়েছে। রাজধানীর ব্যস্ততম এ মার্কেটে সব বয়সী নারী-পুরুষের সব রকমের পোশাক পাওয়া যায়। বঙ্গবাজারের ২১ হাজার ২৫০ বর্গফুট জায়গায় ছোট-বড় অন্তত ৪ হাজার দোকান রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply