রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে আগুন

|

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন একটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাশেম নামে অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) ভোরে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত রাসেল ও তার পরিবারের লোকজন জানায়, একই এলাকার মমিন, হাশেম, হাবিব, আবুল হোসেনের সাথে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল তাদের। এর জেরে বুধবার সেহেরির পর প্রতিপক্ষের লোকেরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রাসেলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এসময় বাধা দেয়ায় হামলাকারীরা তার মা রাশিদা বেগমকে মারধর করে। একপর্যায়ে পেট্রোল দিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো বসতঘর আগুনে পুড়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী রাসেল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, অগ্নি সংযোগের ঘটনায় হাশেম নামে অভিযুক্ত একজনকে গ্রেফতার করে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply