ইউক্রেনে যুদ্ধাপরাধ: জাতিসংঘের প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ-ভারত-পাকিস্তান

|

ইউক্রেনে যুদ্ধাপরাধ তদন্তের মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১৭টি দেশ। খবর এনডিটিভির।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তে স্বাধীন আন্তর্জাতিক কমিশনের মেয়াদ এক বছর বৃদ্ধিতে এ প্রস্তাব উত্থাপন করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল-ইউএনএইচআরসি। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে চীন ও ইরিত্রিয়া। তবে ২৮টি দেশ সমর্থন জানানোয় প্রস্তাবটি গৃহীত হয়।

পরে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি সের্গেই কিসলিৎসিয়া এক টুইটে বলেছেন, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির সমর্থনে প্রস্তাবের পক্ষে ভোট দেয়া হয়েছে। এ জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিনিধিদের অভিবাদন জানাই আমরা। এবার যুদ্ধাপরাধের জবাবদিহি হবে।

উল্লেখ্য, গত মাসে স্বাধীন কমিশন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত রাশিয়া।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply