মেসি মেসি স্লোগানে মুখরিত ক্যাম্প ন্যু

|

ছবি: সংগৃহীত

ফুটবল ও বার্সেলোনা এ যেনো একই সুতোয় গাঁধা মেসির জীবনে। যখন থেকে ফুটবলের প্রতি তার ভালোবাসা শুরু হয়েছে তখন থেকেই বার্সেলোনার সাথে শুরু হয় এলএমটেনের স্বপ্নযাত্রা। কিন্তু তাকেই কিনা ছাড়তে হয়েছিল স্মৃতি বিজড়িত এই ক্লাব। তবে আবারও সুযোগ তৈরি হয়েছে পুনরায় এ ক্লাবের হয়ে মাঠ মাতানোর।

বার্সার প্রতি মেসির যেমন আলাদা একটা টান, বার্সা ভক্তদেরও বেশ প্রিয় আর্জেন্টাইন এ তারকা। বুধবার (৫ এপ্রিল) রাতের এল ক্লাসিকোর ম্যাচে তার প্রমাণ মিললো আরও একবার। ক্যাম্প ন্যুয়ে তখন ক্লাসিকোর ১০ মিনিট পেরিয়েছে। বল দখল থেকে শুরু করে আক্রমণে বেশ দাপট দেখিয়েছিল বার্সা। এমন সময় দর্শক সারি থেকে আসে ‘মেসি…মেসি…’ ধ্বনি। একটু পরেই সেটা ছড়িয়ে পড়ে পুরো গ্যালারিজুড়ে। প্রিয় তারকাকে নিজেদের দলে ফিরে পেতে দর্শকদের আগ্রহটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল এই চিৎকার শুনে।

তবে মেসিকে ফিরে পাবার আকুতির দিনে বার্সা যে শেষ পর্যন্ত হেরে মাঠ ছেড়েছে। তবুও হয়তো বার্সা সমর্থকদের সে আফসোস নেই। কেননা তাদের কাছে হয়তো শিরোপার চাইতেও একজন মেসি অনেক বড়।

মেসিকে বার্সা সমর্থকরা কোনোভাবেই মন থেকে বিদায় দেয়নি তা সুযোগ পেলেই তারা বুঝিয়ে দেয়।সমর্থকদের মনের কথা হয়তো দেরিতে হলেও বুঝতে পেরেছে বার্সা কর্তৃপক্ষ। তাই তো তাকে পেতে আঁটঘাট বেঁধে নেমেছে তারা। সুযোগ পেলেই মেসিকে পাওয়ার কথা গণমাধ্যমে জানান ক্লাবটির প্রেসিডেন্ট। সম্প্রতি তিনি জানিয়েছিলেন মেসি বাবার সঙ্গে তিনি এ দেখা করেছেন। এরপর থেকেই ক্লাবটিতে তার ফেরার গুঞ্জন নিয়ে শুরু হয়েছে বেশ চর্চা।

https://twitter.com/MessiMX30iiii/status/1643693461596504065?s=20

মেসির সঙ্গে পিএসজির বর্তমান চুক্তি চলতি বছরের জুন পর্যন্ত। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে দলটির চুক্তি নবায়ন সম্পর্কিত বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও এখন পর্যন্ত তার প্রমাণ মেলেনি। তাই মেসির বার্সায় যাওয়ার গুঞ্জনটা দিন দিন পাচ্ছে আরও শক্ত ভিত।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply