মস্কো ফিল্ম ফেসটিভ্যালের মূল প্রতিযোগিতা পর্বে ‘পেয়ারার সুবাস’

|

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা নূরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে এই উৎসব, শেষ হবে ২৭ এপ্রিল। ২৬ এপ্রিল উৎসবে ‘পেয়ারার সুবাস’র সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হবে।

সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মস্কো উৎসবে তার সিনেমা নির্বাচিত হওয়ায় অভিনেত্রী জানান, এই ধরনের পটভূমিতে এর আগে কোনো বাংলা সিনেমা হয়নি। তার চরিত্রসহ এই সিনেমার প্রতিটা চরিত্র খুবই শক্তিশালী বলে জয় আহসান জানান। বলেন, পুরো সিনেমায় একটা অন্য রকম ভাষা আছে।

সিনেমাটির কাজ অনেক আগেই শেষ হয়েছে বলে জানা গেছে। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ছবিটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসান। একই সাথে ছবির নির্মাতা নূরুল আলম আতিক এবং প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সব শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply