ফের আইনি জটিলতায় ‘আদিপুরুষ’

|

প্রভাস ও সাইফ আলী খানের বহুল আলোচিত-সমালোচিত ছবি ‘আদিপুরুষ’। নির্মাণের শুরু থেকে দারুণ আলোচনায় এটি। এর আগে টিজার ও পোস্টার প্রকাশের পর সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। ফের পোস্টারকে কেন্দ্র করে সিনেমা সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

‘আদিপুরুষ’ সিনেমার পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সঞ্জয় দীননাথ তিওয়ারি নামে এক ব্যক্তি। তিনি নিজেকে সনাতন ধর্মের প্রচারক বলে দাবি করেছেন। তার পক্ষে মুম্বাই হাইকোর্টের আইনজীবী আশীষ রায় ও পঙ্কজ মিশ্রা সাকিনাকা থানায় এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, পোস্টারটিতে শ্রী রামকে যে পোশাকে দেখানো হয়েছে তা রামচন্দ্রের স্বাভাবিক চেতনা এবং প্রকৃতির বিপরীত। তাছাড়া রামায়ণের সব চরিত্রকে পৈতা ছাড়া দেখানো হয়েছে। হিন্দু ধর্মে পৈতা পরার বিশেষ গুরুত্ব রয়েছে। যা বহু শতাব্দী ধরে সনাতন ধর্মের অনুসারীরা পুরাণের ভিত্তিতে পালন করে আসছেন। এসব লঙ্ঘন করে সিনেমাটির নির্মাতা ওম রাউত হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছেন বলে তার দাবী। অবশ্য এ নিয়ে ছবির পরিচালক বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply