বঙ্গবাজারে ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা

|

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে বাধার পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর এবং সদর দফতরে হামলার ঘটনায় বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে। ফায়ার সার্ভিস সদর দফতরের পক্ষ থেকে করা এ মামলায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে লালবাগ ডিভিশনের ডিসি মো. জাফর হোসেন মামলার তথ্য নিশ্চিত করেছেন।

জাফর হোসেন জানান, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার সময় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বাধার পাশাপাশি সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর ও সদর দফতরে হামলার কারণ দেখিয়ে মামলাটি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply