রোজার মধ্যভাগে চাপ কমেছে মুদিপণ্যের দোকানে

|

১৫ রমজানে এসে চাপ কমেছে রাজধানীর মুদিপণ্যের বাজারে। হুড়োহুড়ি করে ছোলা, ডাল, তেল কিনছেন না সাধারণ মানুষ। ফলে কয়েকটি পণ্যের দর কমেছে। ছোলার দর কমেছে কেজিতে ৫ টাকা।

চিনির যোগানও বেড়েছে। চিনির নতুন দাম শনিবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও রাজধানীর কারওয়ানবাজারে অনেক দোকানে পণ্য মিলছে কম দরে।

এদিকে, মুরগির দাম কিছুটা কমলেও ডিমের দোকানে আগুন। পোল্ট্রি বাজারে ২শ’ টাকার নীচে নেমেছে কেজিপ্রতি ব্রয়লার মুরগির দর। তবে কমবেশি ১৩৫ টাকা গুনতে হচ্ছে এক ডজন ফার্মের ডিমের জন্য। হাওরাঞ্চলে চড়া দামে কিনতে হচ্ছে বিলের মাছ। আগের দরে স্থিতিশীল আছে সয়াবিন তেল ও ডালের দাম। তবে, দুশ্চিন্তা বাড়াচ্ছে মসলা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply