সহজ ডটকমের সার্ভারে পড়ছে অতিরিক্ত চাপ, ট্রেনের অগ্রিম টিকিট বুকিংয়ে জটিলতা

|

ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শনিবার (৮ এপ্রিল) অনলাইনে মিলছে ১৮ এপ্রিলের টিকিট। গতকালের তুলনায় আজ বেশ চাপ বেড়েছে। আর এর ফলেই সহজ ডটকম থেকে অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে।

এ নিয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানিয়েছেন, সহজ ডটকমে টিকিট বুকিংয়ের চাপ বেশি পড়ায় পেমেন্ট গেটওয়েতে আটকে যাচ্ছে। প্রতি মিনিটে ৮ হাজার হিট করার সক্ষমতা থাকলেও সার্ভারে হিট পড়ছে লাখের ওপর। আর এ কারণেই তৈরি হচ্ছে জটিলতা।

জানা গেছে, শতভাগ অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রমে আজ শনিবার বিক্রি করা হবে ২৫ হাজার ৭৭৮টি টিকিট। কর্তৃপক্ষ জানায়, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড় ও কুড়িগ্রামের সব টিকিট শেষ হয়ে গেছে এরই মধ্যে। তবে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের অনেক টিকিট এখনও অবিক্রিত রয়েছে।

এদিকে, বাড়িতে বসে অনলাইনে টিকিট না পেয়ে অনেকে ছুটে আসেন কমলাপুর স্টেশনে। টিকিট বিক্রি কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিন্ডিকেট ও কালোবাজারির অভিযোগও তোলেন অনেকে। তবে রেল কর্তৃপক্ষ বলছে, ট্রেনের আসন সংখ্যা সীমিত। স্বাভাবিকভাবেই সবাইকে টিকিট দেয়া সম্ভব নয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply