ইউক্রেনের মুসলিম সেনাদের সাথে ইফতার করলেন জেলেনস্কি

|

ইউক্রেনের মুসলিম সেনাদের প্রতি সম্মান জানালেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শুক্রবার (৭ এপ্রিল) মুসলিম সেনাদের সাথে ইফতারের আয়োজনে যোগ দেন তিনি। খবর এএফপির।

ক্রাইমিয়ার তাতার কালচারাল সেন্টারের আয়োজনে হয় এ অনুষ্ঠান। শুরুতেই ফ্রন্টলাইনে লড়াই করা সেনাদের হাতে মেডেল তুলে দেন জেলেনস্কি। সমগ্র বিশ্বের মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, সব কমিউনিটির মানুষের প্রতি শ্রদ্ধাশীল ইউক্রেন। রাত্রীকালীন ভাষণে জেলেনস্কি ঘোষণা দেন, এখন থেকে প্রতিবছর রমজানের একটি দিন আনুষ্ঠানিকভাবে ‘সম্মানজনক বিশেষ ইভেন্ট’ হিসেবে পালন করা হবে। যেখানে যোগ দেবেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান।

এসময় জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন ও বিশ্বের মুসলিম সম্প্রদায় রমজানে কঠিন এক সংযম করে। ইউক্রেনে সর্বত্র বিষয়টিকে সম্মানের চোখে দেখা হয়। ইউক্রেনীয় মুসলিম সেনাদের পুরস্কৃত করার সুযোগ পেয়ে গর্বিত। যারা একসাথে দেশকে রক্ষায় লড়ছে। তাদের সাথে ইফতার করার সুযোগ পেয়েছি।

সমগ্র মুসলিম সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন প্রেসিডেন্ট জেলেঙ্কি। বলেন, আগ্রাসন চালিয়ে শান্তি নষ্টের অধিকার কারও নেই।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply