কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি, দুই ব্যবসায়ীকে জরিমানা

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদালত পরিচালনা করেন।

অভিযানে কালীগঞ্জ উপজেলার কোলা এলাকার বাবলু এবং রাকড়া গ্রামের বাবলুকে ৩৫০০ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, সম্প্রতি অবৈধ, ভেজাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদের জেরে শনিবার এ অভিযান চালায় কর্তৃপক্ষ।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার গাজীরবাজার সংলগ্ন রাকড়া গ্রামে অবৈধভাবে গড়ে উঠেছে ছানা তৈরির বেশ কয়েকটি কারখানা। এসব কারখানায় দেদারসে ব্যবহার হচ্ছে অনুমোদনহীন গুঁড়ো দুধ ও বিষাক্ত কেমিক্যাল। এছাড়া গরুর গোয়ালে নোংরা পরিবেশে তৈরি করা ছানা। যা যাচ্ছে ঝিনাইদহ, মাগুরা যশোরসহ আশপাশের এলাকার নামীদামী মিষ্টির দোকানে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, অভিযোগ ছিল অস্বাস্থ্যকরভাবে দুধ থেকে ছানা তৈরি করা হচ্ছে। এর প্রেক্ষিতে সেখানে গিয়ে সত্যতা পাওয়া যায়। ফলে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়। ভেজালবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply