বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের ২২ লাখ টাকা দিলো তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

|

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের সহায়তা তহবিলে ২২ লাখ টাকা দিয়েছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।

রোববার (৯ এপ্রিল) দুপুরে বঙ্গবাজারে গিয়ে এই অর্থ সহায়তা বুঝিয়ে দেন দোকান মালিক সমিতির কাছে। এর মধ্যে দেশের ৬৪ জেলার তৃতীয় লিঙ্গের মানুষ সবাই মিলে চাঁদা তুলে ২০ লাখ টাকা এবং একজন এককভাবে ২ লাখ টাকা দিয়েছেন।

তারা বলেন, ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ীরা যাতে দ্রুত ব্যবসায় ফিরে আসতে পারে, এ জন্য এই অর্থ সহায়তা দিয়েছেন তারা। বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাহাকার দেখে খুব কষ্ট পেয়েছেন তারা। তাই তাদের এই দুর্দিনে পাশে দাঁড়াতে এই সামান্য অর্থ সহায়তা।

ছবি: আলেয়া হিজড়া

তৃতীয় লিঙ্গের আলেয়া বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খবর দেখে আমি খুব কষ্ট পেয়েছি। আমি জনগণের কাছ থেকে দুই পাঁচ টাকা নিয়ে হজ করার জন্য জোগার করছিলাম। সেই টাকা জনগণের টাকা। আমি সেই টাকা জনগণের মধ্যে বিলিয়ে দিতে চাই। আমার হজ আল্লাহ যদি কবুল করে তাইলে করবে। আমি আমার হজের জন্য জমানো টাকা থেকে দুই লাখ টাকা এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দিচ্ছি। আর যদি আমি বেঁচে থাকি, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি হজ করবো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply