রাজধানীর ফ্লাইওভার এবং মেট্রোরেলের পিলারগুলোকে দৃষ্টিদূষণ থেকে বাঁচাতে পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সোমবার (১০ এপ্রিল) মগবাজার চৌরাস্তা ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন এ গ্রাফিতি আর্টওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম।
ইতোমধ্যে মগবাজার ফ্লাইওভারের পিলারগুলোতে এ আর্টওয়ার্কের কাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি পিলারে বিভিন্ন সচেতনতামূলক বাক্যসহ নানা আর্টে পিলারগুলো রাঙিয়ে তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল চিত্রশিল্পী।
সোমবার সরেজমিন দেখা যায়, মগবাজার চৌরাস্তা মোড় থেকে সাতরাস্তার দিকের ফ্লাইওভারের পিলারগুলো পরিষ্কার করে সাদা রং করে তার ওপর বিভিন্ন আর্ট অঙ্কন করছেন একদল চিত্রশিল্পী। রাস্তায় যানবাহনের চাপ থাকায় রাতেই বড় অংশের কাজ করেন তারা। ইতোমধ্যে ১০/১২টি পিলারে তাদের আর্ট সম্পন্ন হয়েছে।
শুধু আইন প্রয়োগ করে শাস্তি দিয়ে নগরের সৌন্দর্য রক্ষা সম্ভব নয়। নগরীর খালি জায়গায় সৃষ্টিশীল কিছু করে মানুষকে সৌন্দর্য রক্ষা করতে উৎসাহ দিতে তারা এমন কাজ আরও করবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি।
এটিএম/
Leave a reply