সরকারের বেঁধে দেয়া দর কার্যকরে গড়িমসি চিনি বিক্রেতাদের

|

চিনির বাজারে অস্থিরতা কমছে না। বাণিজ্য মন্ত্রণালয় ঘোষিত দামে চিনি পাচ্ছেন না ক্রেতারা। এখনও আগের দামেই চিনি কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। প্রতি কেজি খোলা চিনি মিলছে ১১২ থেকে ১১৫ টাকায়। আর প্যাকেটজাতের জন্য গুণতে হচ্ছে ১২০ টাকা।

গত ৮ এপ্রিল থেকে খুচরা পর্যায়ে খোলা চিনির দাম প্রতি কেজিতে ৩ টাকা কমিয়ে ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম প্রতি কেজি ১০৯ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছিল সুগার রিফাইনার্স এসোসিয়েশন। নতুন দরে চিনি না পাওয়ার জন্য চলছে পারস্পরিক দোষারোপ।

বিক্রেতারা বলছেন, ক্রয় আদেশ সংগ্রহ করছেন না ডিলারের প্রতিনিধিরা। আর ডিলারদের দাবি, মিল গেট থেকে নতুন চালান আসতে দেরি হচ্ছে। এদিকে, অনেক দোকানে চিনিও মিলছে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply