ঈদের ছুটি বাড়ছে

|

আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর তাতে এবারের ঈদ-উল-ফিতরের ছুটি এক দিন বাড়ছে।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এ সময় তিনি ছুটির বিষয়ে এ সিদ্ধান্তের কথা জানান।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করে সরকার। সে অনুযায়ী ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অর্থাৎ শুক্র, শনি ও রোববার ঈদের ছুটির তালিকা করে। তবে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি রয়েছে। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরুর আগে অর্থাৎ ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস করতে হতো। সরকারি চাকুরিজীবীদের পক্ষ থেকে এদিনও ছুটি চাওয়া হচ্ছিল। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবারও সরকারি ছুটির ঘোষণা এলো।

এতে টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। উল্লেখ্য, এবারের ঈদে তিন দিনের সরকারি ছুটির মধ্যে দুই দিনই সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্র ও শনিবার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply