অপরিচ্ছন্ন পরিবেশ ও ক্ষতিকর রঙ মেশানোর দায়ে ভোলায় মসলা কারখানাকে জরিমানা

|

ভোলা প্রতিনিধি:

ভোলায় অপরিচ্ছন্ন পরিবেশে হলুদ ও মরিচের গুড়া তৈরি ও ক্ষতিকর রঙ মেশানোর দায়ে একটি মসলার কারখানাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ভ্রমমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকার জরিমানা করা হয়।

সোমবার (১০ এপ্রিল) দুপুরের দিকে ভোলার শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ভিআইপি মসলা কারখানাকে এ জরিমানা করা হয়।

ভোলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাহামুদুল হাসান জানান, আসন্ন ঈদের বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে ও রঙ মিশিয়ে মসলা বাজারের বিক্রির প্রস্তুতির অভিযোগের ভিত্তিতে বাসস্ট্যান্ড সংলগ্ন ভিআইপি মসলা কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে হলুদ ও মরিচের তৈরি করে রঙ মিশানো অবস্থায় পাওয়ায় যায়। এ অপরাধে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply