ন্যু ক্যাম্পে বার্সাকে রুখে দিলো জিরোনা

|

ছবি: সংগৃহীত

লা লিগায় ঘরের মাঠে এবার পয়েন্ট হারিয়েছে টেবিল টপার বার্সেলোনা। জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতালান ক্লাবটি। বরং বলা ভালো, জিরোনার আর্জেন্টাইন গোলরক্ষক পাউলো গাজ্জানিগার প্রাচীরেই মাথা ঠুকে ড্রয়ের হতাশা সঙ্গী করেছে বার্সা।

পাউলো গাজ্জানিগা। ছবি: সংগৃহীত

জয় পেলে রিয়ালের চেয়ে ১৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। এমন সমীকরণে ন্যু ক্যাম্পে দারুণ শুরু করেছিল জাভি হার্নান্দেজের দল। ৫ম ও ৭ম মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন লেভানদোভস্কি। ৩৬ মিনিটে রাফিনিয়ার একটি প্রচেষ্টা রুখে দেন জিরোনা গোলরক্ষক। ফিরতি বলে আরাউহোর ফ্লিকও ফেরান গাজ্জানিগা। তবে সেটি গোললাইন পেরিয়েছে কিনা সেটি জানতে ভিএআরের সহায়তা নেন রেফারি। বলের দশ ভাগের নয় ভাগই গোললাইন পার হলেও এক ভাগ পারে নি। গাজ্জানিগার হাতে জীবন পায় জিরোনা।

ছবি: সংগৃহীত

বিরতির পর এরিক গার্সিয়ার লক্ষ্যভ্রষ্ট হেড আরও একবার হতাশ করে স্বাগতিক সমর্থকদের। ৫৬ মিনিটে বার্সা গোলরক্ষককে টার স্টেগেনকে একা পেয়েও সুযোগ নষ্ট করেন জেরোনার ফরোয়ার্ড কাস্তিয়ানো। শেষ দিকে আরও কিছু আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি জাভি হার্নান্দেজের দল। তাই পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় কাতালান ক্লাবটিকে।

আরও পড়ুন: ‘মেসি নিখুঁত, আর হাল্যান্ড-রোনালদো গোলমেশিন’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply