দেশে ভারতীয় সিনেমা মুক্তির অনুমতি দিলো সরকার

|

নানা নাটকীয়তার পর অবশেষে দেশে ভারতীয় সিনেমা মুক্তি দেয়ার অনুমতি মিললো। ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সে অনুযায়ী প্রতি বছরে ১০টি করে ভারতীয় সিনেমা মুক্তি পাবে বাংলাদেশে।

এর আগে শর্ত সাপেক্ষে ভারতীয় সিনেমা আমদানির পক্ষে সম্মত হয় ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহ মালিক, পরিচালক, অভিনয় শিল্পী ও কলাকুশলীদের ১৯ সংগঠন। গত ১৯ ফেব্রুয়ারি এসব সংগঠনের জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তুলে দেয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে।

পরে জানানো হয়, শর্ত সাপেক্ষে ভারতীয় সিনেমা বাংলাদেশে আমদানিতে কোনো আপত্তি নেই তাদের। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য আশ্বাসও দিয়েছিলেন তথ্যমন্ত্রী। এরপরই মিললো এ অনুমতি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply