বাখমুতের বেশিরভাগ অঞ্চলই এখন রাশিয়ার দখলে

|

ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বাখমুতের বেশিরভাগ এলাকাই এখন রুশ সেনাদের দখলে। মস্কোর দাবি, শহরটির প্রায় ৭৫ শতাংশের নিয়ন্ত্রণই এখন রুশ সেনা এবং মস্কোপন্থী সশস্ত্র গোষ্ঠী ওয়াগনার গ্রুপের হাতে।

কিয়েভের দাবি শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের অভিযোগ, বাখমুতে হামলার সময় স্কচর্ড আর্থ পদ্ধতি ব্যবহার করছে রুশ বাহিনী। এই প্রক্রিয়ায় শহরের বহুতল আবাসিক ভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করে বিমান এবং কামান থেকে গোলা বর্ষণ করা হয়।

এদিকে, প্রথমবারের মতো নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন। পশ্চিমা দেশগুলোর কাছ থেকে ৫ মাস আগে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য এসব ক্ষেপণাস্ত্র হাতে পায় কিয়েভ। এরপর থেকেই রুশ যুদ্ধবিমান এবং ড্রোনের বিরুদ্ধে বড় প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply