পাইলট ধর্মঘটের কারণে আইরিশ বিমান পরিবহন প্রতিষ্ঠান ‘রায়ান এয়ার’ এর ৪০০ ফ্লাইট বাতিল করা হয়। যার কারণে শুক্রবার ইউরোপের পাঁচটি দেশের অন্তত ৭৪ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কাজের পরিবেশ, বেতন বৃদ্ধি সংক্রান্ত বেশ কিছু শর্তের কারণে ছিলো ২৪ ঘণ্টার এই কর্মবিরতি। পাইলটদের সাথে আলোচনার মাধ্যমে সেটি সমাধানের চেষ্টা চলছে।
রায়ান এয়ার জানিয়েছে, আজ শনিবার নাগাদ উড়বে বাতিল হওয়া ৮৫ শতাংশ বিমান ফ্লাইট। আর ক্ষতিগ্রস্ত আরোহীদের জন্য রাখা হয়েছে বিকল্প বিমান চলাচল ব্যবস্থাও।
এই ধর্মঘটে, জার্মানি-নেদারল্যান্ড-আয়ারল্যান্ড-বেলজিয়াম ও সুইডেনের যাত্রীরা পড়েন ভোগান্তিতে। সর্বাধিক আড়াইশ’ ফ্লাইট বাতিল হয় জার্মানির বলে জানা গেছে।
যমুনা অনলাইন: কেআর
Leave a reply