অর্থনৈতিক সংকটেও প্রতিরক্ষা জোরদার করছে আফগানিস্তান

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

অর্থনৈতিক সংকটের মধ্যেও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে আফগানিস্তান। সে লক্ষ্যে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে সামরিক খাতে। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন, দেশটির চিফ অব আর্মি স্টাফ ক্বারি ফাশিউদ্দিন ফিতরাত। আফগানিস্তানে বিদেশি ড্রোন অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে তালেবান সরকার। খবর রয়টার্সের।

বিদেশি গণমাধ্যমে সচরাচর সাক্ষাৎকার না দিলেও, রয়টার্সের সাথে কথোপকথনে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান আফগান চিফ অব আর্মি স্টাফ। বলেন, কেবল সেনা সংখ্যা বৃদ্ধি নয়, সামরিক ব্যবস্থায় সামগ্রিক উন্নয়নের দিকে নজর দিতে চায় তালেবান সরকার। শক্তিশালী বাহিনী গড়ে তুলতে এরইমধ্যে সর্বোচ্চ বরাদ্দও দেয়া হয়েছে। তবে ঠিক কী পরিমাণ অর্থ ব্যয়ের পরিকল্পনা করছে আফগানিস্তান তা স্পষ্ট করেননি তিনি।

আফগান চিফ অব আর্মি স্টাফ ক্বারি ফাশিউদ্দিন ফিতরাত বলেন, এখন আমাদের প্রতিরক্ষা বাহিনীতে দেড় লাখ সদস্য রয়েছে। তবে এটাই চূড়ান্ত লক্ষ্য নয়। প্রতিরক্ষার সব প্রয়োজনীয়তা যাতে পূর্ণ হয় সে উদ্দেশ্যে ধাপে ধাপে উন্নতি করছি। প্রতিরক্ষা বাহিনীতে নতুন করে নিয়োগ হয়েছে। সামরিক বাজেটেও গুরুত্ব দিচ্ছি আমরা।

আফগানিস্তানে বিদেশি ড্রোন অনুপ্রবেশের তীব্র নিন্দা জানান ক্বারি ফাশিউদ্দিন। সরাসরি নাম না বললেও প্রতিবেশি পাকিস্তানের দিকেই ইঙ্গিত তার। বলেন, নিজেদের আকাশসীমাকে নিরাপদ করাই এখন মূল ফোকাস আফগানিস্তানের। অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সংগ্রহের কথাও জানান তিনি। তবে কোন দেশ থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হবে তা খোলাসা করেননি।

আফগান চিফ অব আর্মি স্টাফ আরও বলেন, সব দেশই উন্নত অস্ত্র, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে চায়। আর সেজন্য অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল প্রয়োজন। আমরা কারও ক্ষতি করবো না। তবে কাউকে আমাদের ক্ষতি করতেও দেবো না। অন্য দেশের আমাদের আকাশ সীমা লঙ্ঘন মেনে নেয়া হবে না।

প্রসঙ্গত, ক্ষমতা দখলের প্রায় দু’বছর হতে চললেও, এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তালেবান সরকার। ব্যাংকিং খাতসহ বিভিন্ন খাতে নিষেধাজ্ঞায় চরমভাবে বিপর্যস্ত এখন দেশটির অর্থনীতি। শিক্ষা, কর্মসংস্থানসহ নানা ইস্যুতে নারীদের ওপর বিধিনিষেধের জেরে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ ত্রাণও।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply