যেকোনো মুহূর্তে গোটা বাখমুত আসবে রুশ নিয়ন্ত্রণে, দাবি ওয়াগনার গ্রুপের

|

ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বাখমুতের অধিকাংশ অঞ্চলই রাশিয়ার দখলে চলে গেছে। যেকোনো মুহূর্তে গোটা শহরই দখলে চলে আসবে বলে দাবি করেছে পুতিন ঘনিষ্ঠ ওয়াগনার গ্রুপ। এরই মধ্যে শহরটিকে পুরোপুরি ঘিরে ফেলেছে রুশ বাহিনী। খবর ইউরো নিউজের।

শহরে প্রবেশের প্রধান সড়কের নিয়ন্ত্রণ নিতে গত কয়েক সপ্তাহ ধরেই দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। এর মাঝেই সোলেদার শহর দখলে নিয়েছে রুশবহর। এখন বাখমুতও দখলে নেয়ার দ্বারপ্রান্তে রাশিয়া। অবশ্য বরাবরের মতো ইউক্রেন বলছে, বাখমুতে এখনও শক্ত অবস্থান ধরে রেখেছে ইউক্রেনীয় বাহিনী।

এর আগে, মস্কোর দাবি ছিল, বাখমুতের প্রায় ৭৫ শতাংশের নিয়ন্ত্রণই রুশ সেনা এবং মস্কোপন্থী সশস্ত্র গোষ্ঠী ওয়াগনার গ্রুপের হাতে। ইউক্রেনের অভিযোগ, বাখমুতে হামলার সময় স্কচর্ড আর্থ পদ্ধতি ব্যবহার করছে রুশ বাহিনী। এই প্রক্রিয়ায় শহরের বহুতল আবাসিক ভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করে বিমান এবং কামান থেকে গোলা বর্ষণ করা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply