সিরিয়ার ইদলিব প্রদেশে রাতভর বিমান হামলায় প্রাণ গেছে শিশুসহ অন্তত ২৮ জন বেসামরিক নাগরিকের। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহী অধ্যুষিত আরমানাজ শহরে এ হামলা চালানো হয়।
আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অর্ধশতাধিক মানুষকে। এখনও অনেকে নিখোঁজ বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস। তাই নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা সংশ্লিষ্টদের।
কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। মানবাধিকার কর্মীদের দাবি, সিরিয়ার আসাদ সরকার ও রুশ প্রশাসনের বিমান হামলায় চলতি সপ্তাহে ইদলিব, আলেপ্পো ও হামায় নিহত হয়েছে দেড়শ’র বেশি মানুষ।
এর আগে শুক্রবার আলেপ্পো ও হামার ৪২টি শহর ও গ্রামে বিমান হামলায় প্রাণ যায় অন্তত ১৭ জনের।
Leave a reply