পোল্যান্ডের আহ্বানে ইউক্রেনে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠাতে অনুমতি দিলো জার্মানি

|

পোল্যান্ডের আহ্বানে সাড়া দিয়ে ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছে জার্মানি। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

রুশ আগ্রাসন রুখতে কিয়েভে ৫টি মিগ-টোয়েন্টি নাইন যুদ্ধবিমান পাঠাবে বার্লিন। তবে কবে নাগাদ জেলেনস্কি প্রশাসন এই সামরিক সহায়তা পাবে সে বিষয়টি এখনও জানানো হয়নি।

এর আগে, ইউক্রেনকে চারটি মিগ-টোয়েন্টি নাইন যুদ্ধবিমান সরবরাহ করে পোল্যান্ড। শিগগিরই আরও ৬টি যুদ্ধবিমান পাঠানোর কথাও জানিয়েছে দেশটি। এছাড়া, স্লোভাকিয়ার পক্ষ থেকেও এ সামরিক সহায়তা পেয়েছে কিয়েভ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply