মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ৮ হাজার কেজি মাছ জব্দ

|

ভোলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ৮ হাজার কেজি মাছ জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে ভোলার ইলিশা ও মেহেন্দির কালিগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ এই মাছ জব্দ করা হয়।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। জব্দকৃত মাছ শুক্রবার সকালে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

ইলিশের অভয়াশ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনার ৯০ কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply