রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নেভাতে পার্শ্ববর্তী ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে এরইমধ্যে আহত হয়েছেন ৮ ফায়ার সার্ভিস কর্মী, চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৫ এপ্রিল) আগুন নিয়ন্ত্রণের কাজে আসার পর থেকেই ঢাকা কলেজের পুকুরে ১০ এর অধিক পাম্প বসিয়ে পানি নিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ঢাকা কলেজের এক শিক্ষক জানিয়েছেন, আমরা সর্বাত্মকভাবে ফায়ার সার্ভিসকে সাহায্য করার চেষ্টা করছি। কলেজের মূল ও পাশের ফটক খুলে দেয়া হয়েছে। ফায়ার সার্ভিস আমাদের পুকুর থেকে পানি নিচ্ছে। প্রয়োজনে আমরা আরও সাহায্য করবো।
প্রসঙ্গত, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এখন সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।
/এসএইচ
Leave a reply