সুদানে সামরিক ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ, নিহত ২৫

|

ছবি: সংগৃহীত

সুদানে সামরিক ও আধা সামরিক বাহিনী আরএসএফ’র মধ্যে তীব্র লড়াইয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী খার্তুম। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জনের। আহত প্রায় দু’শ। খবর সিএনএন’র।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত তিনজন জাতিসংঘের কর্মী। একটি সামরিক ঘাঁটিতে দু’পক্ষের সংঘাতের সময় গুলিবিদ্ধ হয় তারা।

শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকে প্রেসিডেন্ট প্রাসাদসহ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। খার্তুমের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ন্ত্রণের দাবি দু’পক্ষেরই। প্রেসিডেন্ট প্রাসাদ, রাষ্ট্রীয় টিভি ও সেনাবাহিনীর হেডকোয়ার্টারকে কেন্দ্র করে রাতভর চলে সংঘর্ষ।

দারফুর অঞ্চলের কয়েকটি শহরসহ সংঘাত ছড়িয়েছে রাজধানীর বাইরেও। আরএসএফ’র ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলার কথা জানিয়েছে সেনাবাহিনী।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply