নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ড: গভীর রাতেও অধিকাংশ দোকানে জ্বলছিল আগুন

|

ফাইল ছবি।

রাজধানীর নিউ সুপার মার্কেটে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে চার ঘণ্টা পর। কিন্তু গভীর রাতেও অধিকাংশ দোকানে লুকায়িত আগুনের সন্ধান পান মার্কেটের কর্মচারীরা। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় সেগুলো নির্বাপণের চেষ্টা চলে। আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ মার্কেটেই নিজেদের ব্যবসার সুযোগ চান ব্যবসায়ীরা।

নিউ মার্কেটের দক্ষিণ অংশের তৃতীয় তলা ভবনটিতে শনিবার ভোর রাতে লাগা আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে অন্তত ২০০টি দোকান। আগুন লাগার ৪ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এলেও রাত পৌনে ২টার দিকে পুড়ে যাওয়া কাপড়ের স্তুপে একাধিক ছোট ছোট আগুনের সন্ধান পান দোকানের কর্মচারীরা। সেগুলো পরে নির্বাপণ করেন নিজেরাই।

অন্যদিকে পুড়ে যাওয়া মার্কেটে নিজেদের দোকানই খুঁজে পাচ্ছেন না অনেক ব্যবসায়ীরা। অনেক খুঁজে দোকানের সন্ধান মিললেও মালামাল কিংবা ক্যাশে রাখা টাকার কোনো অস্তিত্বই আর নেই। পোড়া মালামাল সরিয়ে টাকা উদ্ধারের চেষ্টা করেন কেউ কেউ। চোখ বাস্তবতা দেখলেও, মন তো মানে না। পোড়া এই আবর্জনা সরিয়ে আবারও আগের মতো করে সাজাতে চান ব্যবসায়ীরা।

আগুন সব পুড়িয়ে দিলেও, মনোবল কেড়ে নিতে পারেনি ব্যবসায়ীদের। নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীরা বিশ্বাস করেন তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply